করপোরেট

নগদ অ্যাপ এখন আইওএস প্ল্যাটফর্মে

By Editor

August 02, 2019

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যানসিয়াল সেবা নগদ-এর অ্যাপ আজ বৃহস্পতিবার থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম আইওএস থেকে ডাউনলোড করা যাবে। এর ফলে গ্রাহকেরা আইফোন ও আইপ্যাডেনগদ অ্যাপ ব্যবহার করতে পারবেন।

এর আগে নগদ-এর অ্যাপ শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যেত। অ্যাপটির সহজ ব্যবহারযোগ্যতার ফলে এটি ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

আইওএস অ্যাপটিতে অ্যান্ড্রয়েড অ্যাপের সব সুবিধা বিদ্যমান। অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা অন্যান্য নগদ গ্রাহকদের টাকা পাঠাতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, মোবাইল ব্যালেন্স রিচার্জ করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন।

এই অ্যাপের সবচেয়ে অভিনব যে সেবাটি সম্ভাব্য গ্রাহকেরা উপভোগ করতে পারবেন তা হলো স্বীয় নিবন্ধন ফিচারটি। এর জন্য গ্রাহকদের নিজেদের একটি ছবি অথবা সেলফি এবং নিজেদের জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি থাকতে হবে।নগদ অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে ডিজিটাল কেওয়াইসি ফর্মটি পূরণ করে জাতীয় তথ্যভান্ডার থেকে তথ্য যাচাই করে নেবে। নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করতে এক মিনিটের বেশি সময় লাগে না।