টেলিকম

নতুন আউটলেট গ্যাজেট অ্যান্ড গিয়ারের

By Baadshah

February 10, 2020

গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ারের ১৫ তম আউটলেট চালু হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারে। সম্প্রতি মোহাম্মদপুর, আদাবর, শ্যামলীর ক্রেতাদের জন্য এ আউটলেট চালু করার কথা জানান উদ্যোক্তারা।

আউটলেটে অ্যাপল, স্যামসাং, ভিভো, অপো, শাওমি, হুয়াওয়ে, মটোরোলা, ওয়ান প্লাস ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাব ও ল্যাপটপ পাওয়া যাবে। এসব ব্র্যান্ডের পণ্যে অফিসিয়াল ওয়ারেন্টিসহ মাসিক কিস্তিতে কেনার সুবিধাও থাকবে। এখান থেকে ‘মেম্বারশিপ কার্ড’ দিয়ে বিশেষ ছাড় পাওয়া যাবে।

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম বলেন, আমরা একই জায়গায় গ্রাহকদের সব আন্তর্জাতিক ব্র্যান্ডের মোবাইল সম্পর্কে ধারণা দিয়ে তাদের চাহিদা অনুযায়ী সঠিক প্রযুক্তি পণ্য কেনার সিদ্ধান্ত নিতে সহায়তা করছি। গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশের প্রিমিয়াম মোবাইল রিটেইল চেইনশপ এবং অ্যাপলের অনুমোদিত রিসেলার।