গেইম

নতুন গেমিং কেসিং, দাম কত?

By Baadshah

February 10, 2018

গেমিং এক্সেসরিস এর বাজারে নতুন মাত্রা যোগ করতে প্রযুক্তিপ্রেমীদের জন্যে এবার গোল্ডেন ফিল্ডের নতুন এলুমিনিয়াম গেমিং কেসিং নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ৫৩০০ মডেলের এলুমিনিয়াম গেমিং কেসটি ১৪০ এমএম/৩৬০ এমএম ওয়াটার কুলিং সিস্টেম সাপোর্টেড। এতে রয়েছে ১* ইউএসবি ৩.০ এবং ২* ইউএসবি ২.০, ৪ এমএম ডাবল সাইড উইন্ডোস টেমর্পাড গ্লাস ও ২ এমএম এরোমেটাল প্যানেল। আরও রয়েছে ফুল টাওয়ার সাপোর্টেড এটিএক্স এমএটিএক্স আইটিএক্স মাদারবোর্ড, সর্ব উচ্চ ৩৬০ এমএম গ্রাফিক্স কার্ড, ১৮০এমএম হাই সাপোর্ট সিপিইউ কুলার, ২*৩.৫ এইচডিডি ও ২* ২.৫ এসএসডি সাপোর্ট এবং এইচ ৫৫৮* ডি২৬১* ডাব্লিউ৫৩১ এমএম ডাইমেনশন। এছাড়াও ওয়াটার কুলার ছাড়া এই কেসিংটিতে ৪০০ এমএম পর্যন্ত গ্রাফিক্স কার্ড সাপোর্ট করবে। সুদৃশ্য ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং স্টাইলিস এই কেসিংটির মূল্য মাত্র ১৮ হাজার টাকা। পণ্যটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড এর যেকোন শাখায়।