প্রযুক্তি খবর

নতুন পালসার মটরসাইকেলের দাম কত?

By Baadshah

May 04, 2018

পালসার ভক্তরা চোখ ফেলতে পারবেন না! আরও শক্তিশালী হয়ে এসেছে আপনাদের প্রিয় পালসার মটরসাইকেল। ভারতের বাজারে নতুন পালসার হিসেবেে এসেছে পালসার ২২০ এফ এর ২০১৮ এডিশন। এতে বিএস-৪ ইঞ্জিন সংযোজন করা হয়েছে। ফলে আগের ভার্সনের চেয়ে পালসার ২২০ এফ এ শক্তিশালী হয়েছে। এছাড়াও এতে এটি উন্নত গ্রাফিক্সে ডিজাইন করা হয়েছে। ভারতে বাইকটি বিক্রি হচ্ছে ৯১ হাজার ২০১ রুপিতে। পালসার বাইক লাভারদের তো চোখ কপালে ওঠার কথাই! কারণ যারা রঙের দিকে নজর দেন তাদের জন্য পালসার ২২০ এফ এর ২০১৮ এডিশন ম্যাট ব্ল্যাক ফিনিশে বাজারে পাওয়া যাচ্ছে। এতে নতুন এক্সহস্ট মাফলার এবং রিম ব্যবহার করা হয়েছে। ফলে আগের ভার্সনের চেয়ে নতুন ভার্সন আকর্ষণীয় রূপে ক্রেতাদের সামনে হাজির হয়েছে। এতে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে আছে ইনস্ট্রুমেন্ট কনসোল। এতে কার্বন ফাইবার টেক্সটার এবং ব্লু ব্যাকলিট ডিসপ্লে সংযোজন করা হয়েছে। বাজাজ পালসার ২২০ এফ ২০১৮ এডিশনের বাইকে রয়েছে ২২০ সিসির ইঞ্জিন। সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের অর্শ ক্ষমতা ২১.১ বিএইচপি। টর্ক ১৮.৬ এনএম। বাইকটিতে ৫ স্পিড গিয়ার বক্স সংযোজন করা হয়েছে। বাজাজ দাবি করছে, ভারতে ২০০ সিসির সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রিত বাইক এটি। কিনবেন নাকি, নতুন পালসার মটরসাইকেলটি?