শিগগিরই বাজারে আসবে নোকিয়া ১.৩। এন্ট্রি লেভেল সেগমেন্টে এই ফোন নিয়ে আসবে এইচএমডি গ্লোবাল। আগামী বৃহস্পতিবারেই উন্মোচিত হতে পারে ফোনটি। ফলে উন্মোচনের কয়েক ঘণ্টা আগেই নোকিয়া ১.৩ এর ছবি সামনে এলো। খবর এনডিটিভি।করোনাভাইরাসের কারণে বৃহস্পতিবার এক অনলাইন ইভেন্ট থেকে একাধিক স্মার্টফোন উন্মোচন করতে পারে ফিনল্যান্ডের কোম্পানিটি।
সম্প্রতি টুইটারে ইভান ব্লাস নোকিয়া ১.৩ এর ছবি ফাঁস করে দিয়েছেন। ছবিতে সামনে ও পিছন থেকে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনে একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকবে। ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। যদিও এই ফোন থেকে বাদ গিয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
নোকিয়া ১.৩ এর ডান দিকে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনের উপরে রয়েছে ৩.৫ মিমি অডিও জ্যাক। কালো রঙে এই ফোনের ছবি দেখা গিয়েছে। চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে নতুন এই ফোনের উন্মোচনের কথা শোনা গিয়েছিলো। পরে করোনাভাইরাসের কারনে বছরের সবথেকে বড় মোবাইল ইভেন্ট বাতিল হয়। ফোনটিতে থাকতে পারে এক জিবি র্যাম এবং ৮ গিগাবাইট স্টোরেজ। ফোনের ভিতরে থাকতে পারে ৪০০০ এমএএইচ ব্যাটারি।