জনপ্রিয়

নতুন ফোন ওয়ান প্লাসের

By Baadshah

October 13, 2021

সম্প্রতি বাজারে এসেছে ওয়ান প্লাস ৯। এই ফোনের নতুন ভার্সন বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে শিগগিরই বাজারে আসছে ওয়ানপ্লাস ৯আরটি। ফোনটিতে অত্যাধুনিক ডিসপ্লে থাকছে। এর ডিসপ্লে হবে ৬০০ হার্টজের।

নতুন মডেলে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট। ফলে পারফরম্যান্স নিয়ে চিন্তা থাকছে না গেমারদের। ডিভাইসে থাকবে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে থাকছে র‌্যাপ ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।শোনা যাচ্ছে, মিডরেঞ্জে এবার ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আনতে চলেছে ওয়ান প্লাস।

বলা যায়, ওয়ান প্লাস থেকেই ‘ফ্ল্যাগশিপ কিলার’ শব্দের উৎপত্তি। কোম্পানির ফোনেই লেখা থাকত ‘নেভার সেটল’। যদিও পরবর্তীকালে প্রিমিয়াম ফোন আনতে গিয়ে সাধারণের ধরা ছোঁয়ার বাইরে চলে যায় ওয়ানপ্লাস। পরবর্তীকালে নর্ড সিরিজ এনে সেই ঘাটতি পূরণের চেষ্টা করে চীনা এই কোম্পানি। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। এবার লক্ষ্যমাত্রা স্থির করে সেই মিডরেঞ্জের দিকেই এগোচ্ছে ওয়ানপ্লাস।