প্রযুক্তি খবর

নতুন বছরেই যুক্ত হচ্ছে তৃতীয় সাবমেরিন কেবলে বাংলাদেশ

By Baadshah

December 30, 2019

নতুন সাবমেরিন ক্যাবলের জন্য গঠিত সি-মি-উই ৬ কনসোর্টিয়ামের ক্যাবল বসাতে চাইছে ৪ কোম্পানি। ২০২০ সালের ৬ ও ৭ জানুয়ারি সিঙ্গাপুরে কনসোর্টিয়ামের কাছে দরপত্র দাখিল করার কথা রয়েছে খ্যাতনামা কোম্পানি সাবকমের। সি-মি-ইউ ৬ কনসোর্টিয়ামের সদস্য বাংলাদেশ। দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল হবে এর মাধ্যমে।

সিঙ্গাপুরে কনসোর্টিয়ামের দরপত্র মূল্যায়ন ও চূড়ান্তকরণ কার্যক্রমে অন্যান্য সদস্যদের সঙ্গে যোগ দিচ্ছে বাংলাদেশও। দেশের ৩ সদস্যদের একটি প্রতিনিধি দল যাচ্ছে এতে। ৬ থেকে ১৬ জানুয়ারির মধ্যে কোম্পানি বাছাই চূড়ান্ত করার পরিকল্পনা কনসোর্টিয়ামের।

চলতি বছরের ২৩ থেকে ২৫ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত বৈঠকে দরপত্র ডকুমেন্ট চূড়ান্ত করে কনসোর্টিয়াম। এরপর নভেম্বরে এই কোম্পানিগুলোকে দরপত্র ডকুমেন্ট দেয়া হয়।

সি-মি-উই ৬ কনসোর্টিয়ামে এখন পর্যন্ত বিভিন্ন দেশের ১৫টি অংশীজন ঠিক হয়েছে। এরমধ্যে চীনেরই আছে তিনটি কোম্পানি। শেষ নাগাদ এখানে হয়তো আরও দু’একটি কোম্পানি বা অংশীজন যোগ দিতে পারে।