TechJano

নতুন ভিভো ফোন, কি থাকছে?

গত বছর চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো সর্বপ্রথম জেনুইন ফুল স্ক্রিন ডিসপ্লের সঙ্গে পরিচয় করে দেয়।এবার প্রতিষ্ঠানটি বাজারে তাদের সেই ফুল স্ক্রিন ডিসপ্লের স্মার্টফোন আনার কথা জানিয়েছে। ২৪ জানুয়ারি ভিভো তাদের অ্যাপেক্স ২০১৯ নামের স্মার্টফোনটি উন্মোচন করবে বলে জানিয়েছে।শুক্রবার প্রতিষ্ঠানটির অফিসিয়াল উইবো অ্যাকাউন্টে এর ঘোষণাও দিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, তারা পরবর্তী প্রজন্মের ভিভো অ্যাপেক্স ২০১৯ স্মার্টফোনটি ২৪ জানুয়ারি উন্মোচন করবে।এর আগে একই অ্যাকাউন্টে ভিভো জানতে চায়, ভবিষ্যতের স্মার্টফোন কোনটি হবে? এটি দেখতে হলে অবশ্য আপনাদের অপেক্ষা করতে হবে ২৪ জানুয়ারি পর্যন্ত। তবে পোস্টটিতে ভিভো কোন ইঙ্গিত দেয়নি কোন ফোন ভবিষ্যৎ বদলে দেবে।একই দিনে ভিভো অ্যাপেক্স ২ নামের আরেকটি ফোন আনতে পারে ভিভো।ফোনটির ফিচার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে আগে যেসব গুঞ্জন রটেছে সেখানে বলা হচ্ছে, ফোনটিতে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।চিপসেটটি ৭ ন্যানোমিটার প্রযুক্তির বলেও বলা হচ্ছে। যাতে থাকবে অক্টাকোর প্রসেসর, যা ২.৮৪ গিগাহার্জ।এর বাইরে বিস্তারিত কিছু জানা যায়নি।

Exit mobile version