TechJano

নতুন ভয় ফেসবুকে, নিজে থেকে অ্যাকাউন্ট লগ আউট হলেই বিপদ

মার্ক জাকারবার্গ জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কী ভাবে নিরাপত্তার বেড়াজাল টপকে এ ভাবে তথ্য হাতিয়ে নেওয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফেসবুকে ফের তথ্য ফাঁস। ফের বিপাকে ফেসবুক। বেশ কয়েক মাস আগে গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ উঠেছিল ফেসবুকে। এ বার ফের নিরাপত্তার ফাঁক গলে গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ উঠল জনপ্রিয় এই সোশ্যাল সাইটে।
দেখুন সেই পোস্ট—

গণ্ডগোলের সূত্রপাত ‘ভিউ অ্যাজ’ বলে ফেসবুক ফিচারটিকে ঘিরে। এই ফিচারটির নিরাপত্তা বেষ্টনী ভেঙে কোনও ভাবে হ্যাকাররা গ্রাহকদের তথ্য চুরি করে নিয়েছে বলে খবর। ওই অপশনটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ফেসবুক। মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কী ভাবে নিরাপত্তার বেড়াজাল টপকে এ ভাবে তথ্য হাতিয়ে নেওয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কয়েক মাসের ব্যবধানে ফের তথ্য ফাঁসে আতঙ্ক বেড়েছে গ্রাহকদের মধ্যে।

নামঃ আজিজুল হাকিম
ষ্টাফ রিপোর্টার,
দৈনিক ফলাফল
মোবাইল নং 01839550163,01968481739
ইমেইলঃ azizulhakim2021@yahoo.com ,azizulhakim2021@gmail.com

Exit mobile version