আবার নতুন সিদ্ধান্ত। বুধবারেই ঈদ। আগে বলা হয়েছিল, ১৪৪০ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ মঙ্গলবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরে সিদ্ধান্ত বদল হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) নয়, বুধবার (৫ জুন) সারাদেশে উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। এ ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সূত্র: বাংলানিউজ।