নববর্ষের ৩ কবিতা। শুভ নববর্ষ।
দুনিয়া ঘুরছে
ঘুরছে দেখ দুনিয়া ভিডিও করল মুনিয়া?
কোথা যাও বলে যাও ভাই দাঁড়ানোর সময় কি নাই?
বছর হল শেষ দেখালে তো বেশ। নতুন করে শুরু এবার করো গুরু।
নতুনের শুভেচ্ছা জানায় এমন আনন্দ তোমাকেই মানায়।
করে দিও দোষ ত্রুটি ক্ষমা হয়েছে পুরোনোতে যত জমা।
মুনিয়ারা হেসে খেলে যাক সারা বছর গো বেবি ফাঁ…!!
পুতুল পুতুল খেলার দিন কি আর আছে? কবে ঘেষবা বড় পুতুলের কাছে?
শর্ষে ফুল
হেসেছে ফুল হেসেছো তুমি এসেছে পাখি তোমারে চুমি।
হলুদে হলুদে দিগন্ত ছুয়ে হলুদ মেঘে এলে নেয়ে।
তোমার হলদে পাখি কই? হলুদ যার মুখটি, দেহ সাদা রঙের খই। তোমার শর্ষে ফুল কই? চোখে যারে রেখে পড়ো যেন খোলা বই।