অ্যাপ রিভিউ

নানা গিফট সহ কফি আড্ডাতে বন্ধু মিলবে ডান দিকের সোইায়পে

By Baadshah

February 14, 2020

সারা পৃথিবীতে বন্ধু খোঁজার জন্য জনপ্রিয় হয়ে উঠছে নানান ধরনের এ্যাপ। ভ্যালেন্টাইন ডে তেও যারা সিঙ্গেল আছেন, তারা বন্ধু খুঁজে নিতে পারেন বাংলাদেশি এ্যাপ কফি আড্ডা থেকে। গুগল প্লে স্টোরে গিয়ে Coffee Adda লিখে সার্চ করলেই মিলে যাবে কফি আড্ডা এ্যাপ। এরপর বন্ধু খোঁজার পালা।

এ্যাপ ওপেন করলেই দেখা যাবে বন্ধু খুঁজছেন এমন মানুষদের প্রোফাইল। লোকেশান বেইজড এ্যাপ হওয়ায়, কফি আড্ডাতে সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকা মানুষদেরই প্রোফাইল দেখা যায়। এর ডানদিকে সোয়াইপ করলেই অপর মানুষের কাছে চলে যাবে বন্ধুত্বের আহ্বান। যত বেশি সোয়াইপ, তত বেশি ম্যাচের সম্ভাবনা। ম্যাচ করুন, আলাপ করুন।

এবছর ভালোবাসা দিবস আর বসন্ত উৎসব একই দিনে। এই খুশি আরো বাড়িয়ে দিতে কফি আড্ডাতে বন্ধু খুঁজতে খুঁজতে মিলে যেতে পারে নানান গিফট। ঢাকার কোন প্রিমিয়াম কফি শপে ফ্রি কফির সাথে আড্ডা অথবা বই মেলাতে সাড়া জাগানো রাহিতুল ইসলামের সদ্য প্রকাশিত প্রেমের উপন্যাস। ম্যাচ করার চেষ্টা করুন। পুরো ফেব্রুয়াড়ি মাস জুড়ে ডানদিকের সোয়াইপে বন্ধুদের হৃদয় জিতে নিন। সাথে এমন মজার মজার নানান গিফট।

এ্যাপ ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.mcc.coffee