টেক ফ্যাশন

নাবিলা-মনোজকে নিয়ে আরিয়ানের ‘মন মন্দিরে’

By Baadshah

December 25, 2018

দর্শকদের জন্য আবারও নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন ‘বড় ছেলে’ খ্যাত জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বায়োস্কোপ প্রাইমে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আরিয়ান পরিচালিত পরিচালিত ‘বায়োস্কোপ অরিজিনাল ওয়েব ফিল্মমন মন্দিরে’। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন নাবিলা, মনোজ, শহীদুজ্জামান সেলিমইলোরা গহর প্রমুখ।  

‘আয়নাবাজি’ চলচ্চিত্রের কারণে নাবিলা ইতিমধ্যেই দর্শক মহলে অর্জন করেছেন বিপুল জনপ্রিয়তা। অন্যদিকে মনোজ তার বহুমুখী অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই জাত অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নাবিলা-মনোজ ইতিপূর্বে ‘বায়োস্কোপ’-এ মুক্তি পাওয়া ‘কথা হবে তো?’ নাটকে একসাথে অভিনয় করেন। এ জুটির অভিনয়, রসায়ন ও মার্জিত নাট্যরুপের কারণে নাটকটি ব্যাপক প্রশংসিত হয়। দুই তারকাই এ ওয়েব ফিল্মে অভিনয় করার মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করলেন।

প্রেম ও ধর্মীয় সংঘাত নিয়ে নির্মিত ওয়েব ফিল্মটি নিয়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমি প্রেমের গল্প নিয়ে কাজ করতে ভালোবাসি। এই গল্পটিও প্রেমের। সব প্রেমের গল্পেই কিছু সঙ্কট থাকে, এ গল্পে সংকটটি ধর্মের। আমি আমার কাজের ভালো-মন্দ বিচারের ভার সবসময় দর্শকের হাতে ছেড়ে দেই। আমি মনে করি, দর্শকের ভালো লাগলেই সেটা ভালো একটি কাজ হয়েছে।’

‘মন মন্দিরে’ নিয়ে নাবিলা বলেন, ‘এর আগেও মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় কাজ করেছি। তার নির্মাণে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আর সহশিল্পী হিসেবে মনোজও আমার পরিচিত। ‘মন মন্দির’র গল্পটি দু’টি ছেলে মেয়ের প্রেম নিয়ে বেশ গোছানো একটি ইমোশনাল গল্প। কাজটি করে ভালো লেগেছে।’

মনোজ জানালেন, ‘গল্প, নির্মাণ ও সহশিল্পী সবই আসলে আমার জন্য খুবই স্বাচ্ছন্দ্যের। কাজটি করেছি উৎসাহ নিয়ে। ভালো ফিডব্যাক পাবো বলে প্রত্যাশা করছি।’

ইতিপূর্বে মধ্যবিত্ত পরিবারের প্রেম ও দ্বন্দ্ব নিয়ে অপূর্ব-মেহজাবিন অভিনীত, আরিয়ানের নির্মিত নাটক ‘বড় ছেলে’ দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করে ও ইতিবাচক সাড়া ফেলে।