TechJano

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৯-এ রেজিস্ট্রেশনের সময় বাড়লো

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৯-এ রেজিস্ট্রেশনের সময় বাড়লো ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।

টানা ৫ম বারের মতো বেসিস-এর তত্ত্বাবধানে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে।

ব্যবসা প্রতিষ্ঠান, ছাত্র, কোডার, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

ক্যাটাগরি হিসেবে থাকছে আর্থস ওশান, আওয়ার মুন, প্লানেটস নেয়ার অ্যান্ড ফার, টু দ্য স্টারস এবং লিভিং ইন আওয়ার ওয়ার্ল্ড।

প্রজেক্ট হিসেবে জমা দিতে পারবেন হার্ডওয়্যার, সফটওয়্যার, মোবাইল অ্যাপ, গেমস এবং হার্ডওয়্যার/সফটওয়্যার/মোবাইল অ্যাপ/গেমস প্রটোটাইপ।

আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

রেজিস্ট্রেশন চলবে ৩০ সেপ্টেম্বর, ২০১৯ (সোমবার) রাত ১১:৫৯ পর্যন্ত।
বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট: https://bsf.basis.org.bd/NASA-2019

Exit mobile version