এখন সেমিকন্ডাক্টর বা চিপের ব্যবসা রমরমা। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অন্যদের তৈরি করা চিপের ওপর ভরসা না করে নিজেরাই নেমে পড়ছে এ খাতে। এবার সে দলে নাম লেখাতে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। নিজস্ব চিপ তৈরিতে ফেসবুক একটি কারিগরি দল গঠন করছে। এতে ইনটেল, কোয়ালকমের মতো চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপরে তাদের নির্ভরতা কমবে। ফেসবুকের এক চাকরির বিজ্ঞাপনে জানানো হয়, চিপ নির্মাণে অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যবস্থাপক নিয়োগ দেবে তারা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চাকরির বিজ্ঞাপন দেখে বোঝা যায়, চিপ নির্মাণ প্রচেষ্টার এখনো প্রাথমিক পর্যায়ে আছে প্রতিষ্ঠানটি। এর আগে চিপ তৈরির ক্ষেত্রে নিজস্ব উদ্যোগ নিয়েছে অ্যাপল ও গুগল। ২০১০ সালে অ্যাপল নিজস্ব চিপ তৈরির কাজ শুরু করে। বর্তমানে বিভিন্ন যন্ত্রে নিজস্ব চিপ ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। অ্যালফাবেটের অধীনে থাকা গুগল নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চিপ তৈরি করেছে। প্রশ্ন উঠতে পারে, ফেসবুক চিপ দিয়ে কী করবে? ধারণা করা হচ্ছে, হার্ডওয়্যারে ব্যবহারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থন করবে ফেসবুকের তৈরি চিপ। ফেসবুকের বিভিন্ন ডেটা সেন্টারে এর ব্যবহার দেখা যাবে। আগামী মাসে ফেসবুক অকুলাস গো নামে ২০০ মার্কিন ডলার দামের ভিআর হেডসেট উন্মুক্ত করছে। এ হেডসেটে কোয়ালকমের তৈরি প্রসেসর ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ফেসবুক বুদ্ধিমান স্মার্ট স্পিকার তৈরি করছে। এসব যন্ত্রে নিজস্ব কাস্টোমাইজ করা চিপসেট দিতে পারে ফেসবুক। নিজস্ব চিপ ব্যবহার করলে বিভিন্ন যন্ত্র তৈরিতে নিয়ন্ত্রণ থাকবে, যাতে হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ ভালো হবে। ওই চাকরির বিজ্ঞাপন নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।