TechJano

নিবন্ধনকারীদের স্কুল কলেজে আবেদনের নিয়ম

২ তারিখে এনটিআরসিএ নিবন্ধনকারীদের  আবেদন করার সময় শেষ হচ্ছে। এখনো যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে ফেলুন। নেট ও মোবাইলে নানা সমস্যা হচ্ছে।অনেকেই টাকা জমা দিতে পারছেন না। যাঁরা এখনো গড়িমসি করছেন তারা চাকরির জন্য আবেদন করে ফেলুন। শুরুতে http://ngi.teletalk.com.bd/ntrca/app/ সাইটে যান। আপনার এলাকার কোন কোন স্কুল ও কলেজে ফাঁকা আছে এবং এমপিও বা নন এমপিও কোন পদে অ্যাপ্লাই করতে চান তা ঠিক করে নিন।

ভ্যাক্টান্ট পোস্টের তালিকা দেখে নিন http://ngi.teletalk.com.bd/ntrca/app/requisition-list.php

আবেদনের শুরুতে http://ngi.teletalk.com.bd/ntrca/app/applicant-start.php এখানে যান। এরপর সেখানে ব্যাচ নং, রেজি নং,স্কুল ও কলেজ নাম, এলাকা তথ্য দিয়ে ধাপে ধাপে তথ্য পূরণ করুন।

আবেদন করার আগে হাতের কাছে আপনার ৩৩০বাই ৩০০ ছবি ও ৩০০ বাই ৮০ মাপের সিগনেচার কেটে রাখুন। এ ছাড়া এনআইডি নম্বর মনে রাখুন।

বর্তমান ও স্থায়ী ঠিকানা ঠিকভাবে পূরণ করুন।

ফরম সাবমিট করার আগে আই এগ্রি বাটনটিতে টিক চিহ্ন দিন।

টেলিটক মোবাইলে যতগুলো আবেদন করবেন সে অনুযায়ী টাকা ভরে রাখুন।

যারা দোকান থেকে বা কারও কাছ থেকে করে নেবেন তারা আবেদনে প্রিন্ট কপি ও এসএমএস বুঝে নিন।

নিবন্ধনধারীদের স্কুল-কলেজে আবেদনের আগে গুরুত্বপূর্ণ যেসব বিষয় জানতে হবে

ফরম সাবমিট হলে একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন। ওই আইডিটি টেলিটক থেকে ১৬২২২ নম্বরে NGI স্পেস দিয়ে অ্যাপ্লিকেন্ট আইডি লিখে প্রথম এসএমএস পাঠান। এরপর ফিরতি এসএমএসে একটি পিন নম্বর পাবেন। এরপর আবার ১৬২২২ নম্বরে দ্বিতীয় এসএমএস পাঠাতে  NGI স্পেস YES স্পেস পিন নম্বর দিতে হবে। এরপর আপনি কনফারমেশন এসএমএস পাবেন।

আবেদন করার সময় সব তথ্য গুছিয়ে পূরণ করুন।প্রিন্ট কপি ও এসএমএস সংরক্ষণ করে রাখুন।

নিবন্ধনধারীদের বয়সসীমা নিয়ে এনটিআরসিএর জরুরি নোটিশ

 

Exit mobile version