ক্যারিয়ার

নিয়োগ দেবে এনআরবি ব্যাংক

By Baadshah

February 13, 2019

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে এই নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম:

রিলেশনশিপ ম্যানেজার

যোগ্যতা:

এই পদটিতে আবেদনের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে বিবিএ/এমবিএ অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। উক্ত পদে ন্যূনতম পাঁচ বছরের কাজের বাস্তবিক অভিজ্ঞতার প্রয়োজন আছে। আবেদনের জন্য বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। এই পদটির জন্য পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

বেতন-ভাতা:

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

অনলাইনের মাধ্যমে এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আগ্রহী প্রার্থীরা ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস