করপোরেট

নোভা টুআই স্মার্টফোন কিনে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ

By Baadshah

February 07, 2018

‘ফ্লাই থাই উইথ নোভা টুআই’ অফারের আওতায় হুয়াওয়ের নোভা টুআই স্মার্টফোন কিনে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পেলেন রবি ও এয়ারটেলর ৮ গ্রাহক। অফারটি ছিল গত বছরের ডিসেম্বর জুড়ে চলা হুয়াওয়ে’র উইন্টার ফেস্টিভ্যাল ক্যাম্পেইনের একটি অংশ।

পুরস্কার বিজয়ী হিসেবে থাইল্যান্ড ভ্রমণে যাচ্ছেন মো. মোরশেদ মাহমুদ, সাজেদুল ইসলাম, শান্তনু বর্ধন, আবু নাসের, মং খিন, এ বি সিদ্দিকী, মোহাম্মাদ কামরুজ্জামান রেজা ও মো. স্বপন মিয়া।

বিজয়ী গ্রাহকরা পাচ্ছেন ঢাকা-ব্যাংকক-ঢাকা ফিরতি এয়ার টিকিট, ভিসাসহ অন্যান্য খরচ, হোটেল থাকার ব্যবস্থা, খাবার (ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার) এবং যানবাহন সুবিধাসহ দর্শনীয় স্থানসমূহ দেখার সুযোগ।