ক্যারিয়ার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০ জনের চাকরির সুযোগ

By Baadshah

March 06, 2019

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৪৯টি পদে মোট ১৬০ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম:

ডেপুটি চিফ মেডিকেল অফিসার, সিনিয়র মেডিকেল অফিসার, ডেপুটি লাইব্রেরিয়ান, পরিবহন কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, সহকারী কম্পিউটার প্রোগ্রামার, ল্যাব টেকনেশিয়ান, স্টোর কিপার, লাইনম্যানসহ ৪৯টি পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা:

সর্বমোট ১৬০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল বা বিভিন্ন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাসসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে।

বেতন স্কেল:

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার অথবা সরাসরি এসে জমা দিতে পারবে। আবেদনপত্রের নমুনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) পাওয়া যাবে।

ঠিকানা : রেজিস্ট্রার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আবেদনের সময়সীমা:

আবেদন পাঠানো যাবে আগামী ৭ মার্চ, ২০১৯ পর্যন্ত।

সূত্র : দৈনিক ইত্তেফাক, ২০ ফেব্রুয়ারি, ২০১৯।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে: