ব্যবসা

পদ্মা ব্যাংকের বেসিকস অব ক্রেডিট ট্রেনিং অনুষ্ঠিত

By Baadshah

June 22, 2022

সম্প্রতি পদ্মা ব্যাংকের মিরপুর ট্রেনিং ইনিস্টিউট আয়োজিত তিন দিনব্যাপি “বেসিকস অব ক্রেডিট” শীর্ষক প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান হয়েছে। প্রশিক্ষণে বিভিন্ন শাখা ও হেড অফিস থেকে ৬০-জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রিয়াজ খান। তিনি প্রশিক্ষণার্থীদের লোন সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, পদ্মা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও এসইভিপি সাবিরুল ইসলাম চৌধুরী,এসভিপি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মো.শাহজাহান আমিন-সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।