সারা বিশ্বেই ওরাকলের ক্লাউড সেবার চাহিদা এখন তুঙ্গে। এই চাহিদার কথা চিন্তা করে ওরাকলের ক্লাউড সেবার পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে ওরাকল। এর আওতায় এশিয়া, ইউরোপ এবং আমেরিকা মহাদেশে নতুন ১২টি ডাটা সেন্টার খুলবে কোম্পানিটি। ওরাকলের ক্লাউড সেবা সম্পর্কে কোম্পানিটি প্রধান নির্বাহি বলেন, “তথ্য প্রযুক্তির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। একটা সময় এর কোন প্রতিদ্বন্দী ও থাকবেনা। ওরাকলের সম্প্রসারণ, নতুন ডাটা সেন্টারের সংযোজন প্রযুক্তির এই দুনিয়ায় ওরাকলকেও অপ্রতিদ্বন্দী করে তুলবে।” তিনি আরও বলেন, “নতুন এই ডাটা সেন্টার গুলোর মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছে যাব এবং আমাদের খরচও কমে আসবে। এর ফলে যেমন ঝুঁকি কমবে, গ্রাহকরা পাবে দ্রুততম সমাধান।” এশিয়ার চীন, ভারত, জাপান, সৌদীআরব, সিংগাপুর ও দক্ষিণ কোরিয়া, ইউরোপের আমস্টারডাম ও সুইজারল্যান্ড, আমেরিকার কানাডা’র দুটি স্থানে ও যুক্তরাষ্ট্রের দুটি স্থানে হবে নতুন এই ডাটা সেন্টারগুলো।