ইভেন্ট

পাঁচ দিনব্যাপী প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু

By Baadshah

November 28, 2018

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের হেড অফিস এবং বিভিন্ন ব্রাঞ্চে কর্মরত জুনিয়র অফিসার ও ট্রেইনি অফিসারদের জন্যে সম্প্রতি পাঁচ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের সম্মানিত উপদেষ্টা এবং প্রথিতযশা ব্যাংকার জনাব মুহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আব্দুল জব্বার চৌধুরী; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এইচআর অফিসার এম.এ আব্দুল্লাহ; এসভিপি এবং হেড অব ব্রান্ড এন্ড মার্কেটিং কমিউনিকেশনস জনাব মোঃ তারেক উদ্দিন; এফভিপি এবং হেড অব লার্নিং এন্ড ট্রেনিং জনাবা সাদিয়া মবিন হান্নান প্রমুখ।