টিপস ও টিউটোরিয়াল

পাঁচ সঠিক নিয়ম স্মার্টফোন চার্জ দেয়ার

By Baadshah

April 01, 2020

রাতে ঘুমানোর আগে অনেকেই ফোন চার্জে বাসিয়ে দেন। তাই সারারাত ফোনের ওপর বেশ চাপ পড়ে। ফলে ব্যাটারি অল্পদিনেই দূর্বল হয়ে পড়ে। বেশিরভাগ ব্যবহারকারী স্মার্টফোন চার্জ দেয়ার সঠিক নিয়ম জানেন না। তাই পাঁচ নিয়ম জানা উচিত-

* চার্জে বসানো অবস্থায় স্মার্টফোন ব্যবহার করবেন না।

* স্মার্টফোনে ৯০-৯৫ শতাংশের বেশি চার্জ দেয়া যাবে না।

* স্মার্টফোনে ৫০-৯০ শতাংশ চার্জ সবসময় রাখতে হবে। ৫০ শতাংশ কমে গেলে চার্জ দিতে হবে।

* চার্জের পরিমাণ ২০ শতাংশ থেকে কমতে দেয়া যাবে না।

* অ্যানড্রয়েড ফোনে প্রায় প্রত্যেক সময় কিছু অ্যাপস কাজ করতেই থাকে। যেগুলো সাধারণত প্রয়োজন হয় না, অযথা চার্জ শেষ হয়ে যায়। তাই অপ্রয়োজনীয় কোনো কিছু ব্যবহার না করলে ভালো।