দেশ

পাইকারি পর্যায়ে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম আবারও কমানো হয়েছে

By Baadshah

February 02, 2018

পাইকারি পর্যায়ে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম আবারও ১০ থেকে ১৫ শতাংশ কমানো হয়েছে।বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির লিমিটেড (বিএসসিসিএল) এই দাম কমিয়েছে। পাইকারি পর্যায়ে দাম কমানোর এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।এর আগে একটি বোর্ড সভায় পাইকারি ক্ষেত্রে ব্যান্ডউইথের মূল্য কমানোর সিদ্ধান্ত নেয় বিএসসিসিএল।

১০ থেকে ১৫ শতাংশ দাম কমানোর ফলে এখন কক্সবাজারে প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের মূল্য পড়বে ৩১০ টাকা। তবে চট্টগ্রাম ও ঢাকায় প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের দাম পড়বে ৩০০ টাকার মতো।বিএসসিসিএলের এমডি মশিউর রহমান বলেন, এখন ভারতে যে ব্যান্ডউইথ রপ্তানি হচ্ছে সেই দামের সঙ্গে সমন্বয় করতেই পাইকারিভাবে ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে।

বর্তমানে দেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে ৩৫২ জিবিপিএস ব্যান্ডউইথ। তবে অন্যান্য প্রতিষ্ঠান মিলে দেশে এখন মোট ব্যন্ডউইথের ব্যবহার হচ্ছে ৫৫৭ জিবিপিএস।ব্যান্ডউইথের মূল্য পাইকারিতে কমানোর ফলে পাইকারি ক্রেতারাই লাভবান হবেন বেশি। কারণ এটি খুচরা পর্যায়ে কমতে আরও সময় লাগবে।