টিপস ও টিউটোরিয়াল

পাওয়ারব্যাঙ্ক ব্যাবহারের কিছু টিপস

By Baadshah

October 09, 2019

ঘনঘন ইলেক্ট্রিসিটি কাট এবং ট্রাভেলের সময় পাওয়ারব্যাঙ্ক বাংলাদেশে সবচেয়ে প্রয়োজনীয়। আমাদের প্রয়োজনীয় তথ্য আমাদের স্মার্টফোনে থাকে। আমাদের স্মার্টফোনটি দিয়ে চ্যাট করতে, ইমেল করতে, বার্তা প্রেরণ করতে বা কল করতে প্রয়োজন। এবং পাওয়ার ব্যাংকগুলি আমাদের মোবাইলের সবসময় ব্যাটারি চার্জ রাখতে সহায়তা করে।

সুতরাং, এই ডিভাইসগুলির যত্ন নেওয়া এবং মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যা নিচের কয়েকটি টিপস অনুসরণ করে সম্ভব।

১। উচ্চ তাপ এবং আর্দ্রতায় পাওয়ার ব্যাংকগুলি ব্যবহার না করাই ভাল

২। চার্জ করার সময় মোবাইল বন্ধ রাখা উচিত। চার্জ দেওয়ার সময় যখনই মোবাইল করবেন তখন খেয়াল করবেন এটি গরম হয়ে যায় কিনা।

৩। পাওয়ার ব্যাংকটি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত চার্জ করবেন না

৪। আপনার পাওয়ার ব্যাংক নিয়মিত ব্যবহার করুন কারণ অনেকদিন ফেলে রাখলে এটি কাজ করবে না বা ডেম হয়ে যেতে পারে।

৫। নিদৃষ্ট চার্জার ব্যবহার করুণ। ভাল হয় পাওয়ারব্যাঙ্কের সাথে যে চার্জারটি এসেছে তা ব্যবহার করা। বাজারে সাধারণত ৫০০০ থেকে ৩০,০০০ মিলি এম্পিয়ার এর পাওয়ার ব্যাংক পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি জনপ্রিয় কোম্পানি হল শাওমি, রিমেক্স, টিপি-লিঙ্ক। তবে পাওয়ার ব্যাংক কেনার আগে লক্ষ্য রাখবেন যেন পাওয়ার ব্যাংক টি ভারি হয়। তত্থসুত্রঃ wikipedia, বিডিস্টল