TechJano

পাগলা বাবুর্চি ইফুডের সাথে যুক্ত হলো

দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেড এর ফুড ডেলিভারি সেবা ইফুড এর সাথে যুক্ত হলো ভোজন রসিকদের কাছে অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট পাগলা বাবুর্চি। এখন থেকে পাগলা বাবুচির ম্যাড কাচ্চি, মোরগ মাসাল্লাম, ঘী-ভাত ,বিপ চাপ সহ অন্যান্য খাবার নানারকম ডিসকাউন্ট ও অফারের মাধ্যমে কিনতে পারবেন ইফুডের গ্রাহকেরা।

সোমবার (১৫ মার্চ ) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির ইফুড টেকনলোজির প্রধান মুস্তাহিদ উল ইসলাম বাধন এবং পাগলা বাবুচির সহ প্রতিষ্ঠাতা ফারহান নূর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন৷

অনুষ্ঠানে ইফুড এর বিজনেস ডেভেলপমেন্ট হেড শাহনেওয়াজ মান্নান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সৈয়দ সজিবুর রহমান এবং পাগলা বাবুর্চির সহ প্রতিষ্ঠাতা অমিত হাসান, সহ প্রতিষ্ঠাতা শেখ ইকরাম মাহবুব সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version