TechJano

পাঠাও যাচ্ছে নেপালে

দেশের রাইড শেয়ারিং স্টার্টআপ এবার নেপালে যাত্রা শুরু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এক মিডিয়া পোস্টে এ কথা জানিয়ছে। সোশাল মিডিয়ার তথ্য অনুযায়ী, পাঠাও শিগগিরই নেপালে কাজ শুরু করবে।
পাঠাও ইতিমধ্যে নেপালে লোকজন নিচ্ছে। নেপালের টেকলেখ ডটকম এ তথ্য জানিয়েছে। তারা বলছে বিভিন্ন ধরনের লোক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পাঠাও।
ফিউচার স্টার্টআপকেও বিষয়টি নিশ্চিত করেছে পাঠাও। তারা বলেছে, নেপালে পাঠাওয়ের কার্যক্রম শুরু হচ্ছে।
পাঠাও সিইও হুসেইন এম ইলিয়াস বলেছেন, তারা #MovingNepal স্লোগানে নেপালের ইকোসিস্টেমে কাজ করছেন। সেখানে তারা বাইক রাইডার নিয়োগ করছেন। আগামী কয়েক সপ্তাহর মধ্য কাজ শুরু হবে সেখানে। নেপালে যাত্রা করার মাধ্যমে পাঠাওয়ের আন্তর্জাতিক যাত্রা শুরু হল।
২০১৫ সালে কয়েকজন সহযোগী নিয়ে পাঠাও চালু করেন ইলিয়াস।
পাঠাও কিভাবে শুরু হয়েছিল? পাঠাও শুরু হওয়ার ইতিহাসটা বেশ মজার। এক অনুষ্ঠানে পাঠাও শুরুর কাহিনী জানান প্রতিষ্ঠানটির সিইও হুসেইন এম ইলিয়াস।
চলুন শুনি,পাঠাও কিভাবে শুরু হয়েছিল? ইলিয়াস বলেন, ‌২০১৭ সালে ডিসেম্বরে শুরু হওয়া রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও জার্নিটা শুরু করেছিলাম শুধু বন্ধুদের রাইড শেয়ার দেব বলে। কিন্তু শুরু করার পরে দেখি এটা একটা ভালো ইনকামের পথ। যেটাকে খুব ভালোবাবে কাজে লাগিয়ে আমরা গেইন করতে পেরেছি।
পাঠাও সিইও হুসেইন এম ইলিয়াস বলেন, শুরুর দিকটা খুব ভালো ছিলো না। অনেক সমস্যার নিয়ে আমরা শুরু করেছি। কিন্তু এখন সব ধরনের চ্যালেঞ্জ মোবাবিলা করে আমরা পাঠাওকে জনপ্রিয় করতে পেরেছি। এগিয়ে যাচ্ছি।
ইলিয়াস বলেন, ২০১৬ সালের ডিসেম্বরে শুরু হওয়া কোম্পানিটি এক বছরের মাথায় আরেকটি সহযোগী প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে। যেটি আপনারা জানেন পাঠাও ফুড নামে। পরে পাঠাও কার এসেছে। এবার শুরু হল নেপাল যাত্রা।

পাঠাও কিভাবে শুরু হয়েছিল?

Exit mobile version