নতুন পন্য

পাম ফোন ফিরছে, কেমন হবে?

By Baadshah

August 12, 2018

মনে আছে সেই নস্টালজিক পাম ফোনের কথা? আইফোনের আগে পাম ফোনই ছিল মানুষের মুখে মুখে। কিন্তু সেদিন আর নেই। হারিয়ে গেছে পাম। কিন্তু আবার নতুন করে পাম ফোন ফিরে আসছে। ক্ষুদ্র অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ফিরে আসছে পাম। যেখানে সকল ফোন নির্মাতারা ৬ ইঞ্চির ওপরের ডিসপ্লের ফোন বাজারে আনার জন্য সংগ্রাম করছে, সেখানে তারা বাজারে আনবে মাত্র ৩ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের ফোন। পাম স্মার্টফোনের নাম এ জমানার অনেকের কাছেই অজানা। আইফোন বা অ্যান্ড্রয়েডেরও আগে তারা বাজারে স্মার্টফোন নিয়ে হাজির হয়েছিল। তার অপারেটিং সিস্টেম ছিল পাম ওএস, যার পরে পরিণত হয়েছিল ওয়েব ওএসে। ওয়েব ওএসের ইন্টারফেইস আজও আইওএস এবং অ্যান্ড্রয়েডে দেখতে পাওয়া যায়। নতুন ফোনটিতে থাকবে ৩ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে, ৩ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ আর ৮০০ এমএএইচ ব্যাটারি। প্রসেসর দেয়া হবে স্ন্যাপড্রাগন ৪৩৫। অপারেটিং সিস্টেম থাকবে অ্যান্ড্রয়েড ওরিও। চলতি বছরেই পাম ফোনের দেখা মিলতে পারে। কিনবেন নাকি পাম?র মতো পাম ফোনও হয়তো মন জয় করবে।