দেশ

পারফরমেন্সে সেরা মেট ১০ প্রো

By Baadshah

March 01, 2018

পারফরমেন্সের ভিত্তিতে ১০ শীর্ষ ফোনের তালিকা প্রকাশ করেছে আনটুটু বেঞ্চমার্ক। তবে তালিকাটি শুধু অ্যান্ড্রয়েড ফোন নিয়েই তৈরি করা হয়েছে। কারণ এ মাস থেকেই স্ন্যাপড্রাগন ৮৪৫ সমৃদ্ধ ফোন বাজারে আসা শুরু হয়েছে। ফলে ৮৪৫ সমৃদ্ধ ফোনগুলো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।তালিকার শীর্ষ স্থান দখলে নিয়েছে হুয়াওয়ে মেট ১০ প্রো। কিরিন ৯৭০ চিপসেট সমৃদ্ধ ফোনটির পয়েন্ট ২১৫৮০। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও আছে হুয়াওয়ের ফোন। মেট ১০ রয়েছে দ্বিতীয় এবং অনার ভি ১০ আছে তৃতীয় স্থানে। দুটি ফোনেই আছে কিরিন ৯৭০ চিপসেট।চতুর্থ ও পঞ্চম স্থানে আছে ওয়ান প্লাস৫ ও ওয়ান প্লাস৫টি। নুবিয়া আছে ষষ্ঠ স্থানে। শাওমির এমআই৬ সাতে আর মিক্স২ অবস্থান করছে তালিকার আট নম্বরে।বাজারে স্যামসাংয়ের দাপট বেশি থাকলেও এই তালিকায় স্যামসাংয়ের জায়গা হয়েছে নয় ও দশ নম্বরে। ফোন দুটি হলো গ্যালাক্সি নোট ৮ ও গ্যালাক্সি নোট ৮ প্লাস।