৪০ বছর পূর্তির অংশ হিসেবে প্রায় মাস খানেক ধরে মাইলসের সদস্যরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্টে অংশ নিয়েছেন। তবে ভিসা জটিলতায় কনসার্টগুলোতে অংশগ্রহণ করতে পারেননি শাফিন আহমেদ। কারণ জানতে চাইলে শাফিন সরাসরি উত্তর দেন, পাসপোর্ট হাতে না পেলে কীভাবে যাব। আমারা সবাই একই সঙ্গে আমেরিকান অ্যাম্বাসিতে পাসপোর্ট নিতে গিয়েছিলাম। অ্যাম্বাসি আমার পাসপোর্টটি ফেরত দেয়নি। এটা অ্যাম্বাসির জন্য খুব সাধারণ বিষয়। এখন শুধু পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছি। সেটি পেলেই দলে যোগ দেব। ব্যান্ডের অন্য সদস্যরাও জানান, ভিসা জটিলতার কারণেই যুক্তরাষ্ট্রে যেতে পারেননি শাফিন।
ইতিমধ্যে ১০টি শোতে অংশ নিয়েছেন মাইলস। এর মধ্যে ২২ জুন নিউজার্সি, ২৮ জুন ভার্জিনিয়া, ২৯ জুন মেরিল্যান্ড, ৫ জুলাই বাল্কিল্টমোর, ৬ জুলাই মিশিগান, ৭ জুলাই লস অ্যাঞ্জেলেস, ১৪ জুলাই নিউইয়র্ক, ১৬ জুলাই আটলান্টিক সিটি, ২০ জুলাই ফিনি·, ২১ জুলাই সান জোস, ২৭ জুলাই ফ্লোরিডার টাম্পায় আয়োজিত কনসার্টে অংশ নেয় দলটি। কনসার্টগুলোতে মাইলসের জনপ্রিয় গানে মঞ্চ মাতায় ব্যান্ডটি।
ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলা সঙ্গীতের অন্যতম ব্যান্ডটির ৪০ বছর পূর্তি উপলকে্ প্রায় সাত মাস ধরে নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তিন দেশের ট্যুে শেষে ঢাকার বাইরে চারটি কনসার্ট ও একটি গালা কনসার্টের আয়োজনের কথা জানানো হয়েছে। ঢাকার বাইরের কনসার্টগুলো হবে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে। ঢাকার গালা ইভেন্টটি আর্মি স্টেডিয়াম অথবা ইন্টান্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজন প্রতিষ্ঠান উইন্ডমিল।
মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘সে কোন দরদিয়া’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কি জাদু’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘সপ্নভঙ্গ’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’, ‘পিয়াসী মন’, ‘বলব না তোমাকে’, ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’ ও ‘প্রিয়তমা মেঘ’।