PUBG

গেইম

স্ট্র্যাটেজি গেম পিইউবিজি নিয়ে তুমুল আগ্রহ

By Baadshah

January 06, 2018

স্ট্র্যাটেজি গেম পছন্দ করেন অনেকেই। এ সময়ের সর্বাধিক খেলোয়াড় সমৃদ্ধ অনলাইন গেইম পিইউবিজি নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। চলুন গেমটি সম্পর্কে জেনে আসি:

এ সময়ের সর্বাধিক খেলোয়াড় সমৃদ্ধ অনলাইন গেইম পিইউবিজি নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছেএখনও পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে থাকলেও গেইমটি জনপ্রিয়তায়এগিয়ে যাচ্ছে তড়তড়িয়ে। গেইমটি এরই মাঝে দুই কোটি কপি বিক্রি হয়েছে ।

বর্তমানে পিসিতে আটকে থাকলেও ডিসেম্বরে এটির এক্সবক্স সংস্করণ বাজারে আসার কথা রয়েছে। আর মোবাইল সংস্করণও আনা হবে দ্রুতই। বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অনলাইন গেইম আননোনস ব্যাটলগ্রাউন্ডস বা পিইউবিজির নির্মাতা ব্লুহোলের বেশ কিছু শেয়ার কিনেছে চীনা প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট। সেখানে তারা এ গেইমের মোবাইল সংস্করণ বের করার সিদ্ধান্ত নিয়েছে সার্ভাইভাল ঘরানার গেইমটিতে গেইমারকে সম্পূর্ণ খালি হাতে অন্যান্য গেইমারদের সঙ্গে একটি এলাকায়ছেড়ে দেওয়া হয়।

এর পর এলাকায় থাকা অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র কাজে লাগিয়ে সবার মাঝে টিকে থাকার মাধ্যমেই একেকটি ম্যাচ এগিয়ে চল শেষ পর্যন্ত জীবিত থাকা একজনই সেই ম্যাচের বিজয়ী হয়।গেইমের মূল অংশ না বদলে মোবাইলে সর্বোচ্চপিইউবিজির স্বাদ দেওয়ার দিকেই টেনসেন্ট গুরত্ব দিচ্ছে বলে জানিয়েছে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএসে গেইমটি আনা হবে কিনা বা চীনের বাইরে তা খেলা যাবে কিনা তা জানা যায়নি। এর মাঝেই গেইমটির জনপ্রিয়তার প্রভাবে এমন অনেক গেইমঅ্যান্ড্রয়েড ও গুগল প্লে স্টোরে আসতে শুরু করেছে।