ই-কমার্স

পিকাবু বসুন্ধরাতে শপ খুললো

By Baadshah

February 06, 2020

অনলাইন থেকে অফলাইনেও কার্যক্রম শুরু করলো দেশীয় ই-কমার্স সাইট পিকাবু ডট কম (www.pickaboo.com)। পুনঃ বিনিয়োগ নিয়ে এবার মার্কেট প্লেস হিসেবে নতুন উদ্যোমে চালু করার পর বসুন্ধরা সিটি মার্কেটের নিচ তলায় দোকান খুলেছে এই অনলাইন শপটি।

বুধবার এই শপটি চালু হওয়ার খবর নিশ্চিত করেছেন পিকাবু ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার। তিনি জানান, অনলাইনে ‘পিক অ্যান্ড কালেক্ট’ অপশন পছন্দ করে ক্রেতারা এখান থেকে টাচ অ্যান্ড ফিল নিয়েই তাদের পণ্য নিজেরাই বুঝে নিতে পারবেন।

ঠিকানা – দোকান ৩২, ব্লক বি, নিচতল বসুন্ধরা সিটি ।