অ্যাপ রিভিউ

পিডিএফ ফাইল কপি ও এডিট করবেন কিভাবে?

By Baadshah

June 24, 2018

অনেকেই পিডিএফে লেখা পান কিন্তু সে পিডিএফের লেখা কপি করা বা এডিট করতে পারেন না। বাংলায় ইউনিকোডে লেখা পুরো ফাইল তো কপি একবারে করা যায় না। অল্প অল্প করে সিলেক্ট করে কপি করতে পারেন। তবে এভাবে লেখা অ্যালাইন ঠিক থাকে না। কিছু অনলাইন ফ্রি কনভাটার ব্যবহার করে কাজে লাগাতে পারেন। অনলাইনে পিডিএফ কনভারটার ফ্রি পাবেন। তবে ইংরেজি ক্ষেত্রে সুবিধা আছে। আনুষ্ঠানিক কোনো ডকুমেন্ট পাঠাতে হলে পিডিএফ ফাইল ব‍্যবহার করতে হয়। কাজের প্রয়োজনে কখনো কখনো পিডিএফ ফাইলটি সম্পাদনেরও প্রয়োজন পরে। তবে অনেক পিডিএফ পড়ার সফটওয়‍্যারের ফ্রি সংস্করণে পিডিএফ ফাইল এডিট (সম্পাদন) করা যায় না। আর আপনার কম্পিউটার যদি কোনো পিডিএফ রিডার ইন্সটল করা না থাকে তাহলে কিছুটা বিপাকেই পরতে হয়। নতুন করে সফটওয়‍্যার ইন্সটলের ঝামেলা তো আছেই।তবে চাইলে গুগল ড্রাইভ ব‍্যবহার করে সহজেই পিডিএফ ফাইল সম্পাদন করে নেওয়া যায়। কিভাবে কাজটি করতে হবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।প্রথমে যে পিডিএফ ফাইলটি সম্পাদন করতে চান গুগল ড্রাইভে গিয়ে তা আপলোড করতে হবে। ফাইলটি আপলোড হলে, গুগল ড্রাইভ থেকে ফাইলের উপর মাউস রেখে রাইট ক্লিক করতে হবে। এরপর ‘open with’ অপশনে ক্লিক করে ‘google docs’ এ ক্লিক করতে হবে।কিছু সময়ের পরে পিডিএফ ফাইলটির গুগল ডক চালু হবে। সেখান থেকে প্রয়োজন মতো সম্পাদন করা যাবে। সম্পাদন শেষে ফাইলটি পিডিএফ অথবা ডক ফরম‍্যাটে সংরক্ষণ করা যাবে। এভাবে গুগল ড্রাইভের মাধ‍্যমে পিডিএফ ফাইল এডিট করা যায়। তবে এই প্রক্রিয়ায় কোনো ছবি সম্বলিত টেক্সট পিডিএফ ফাইল সম্পদন করা যাবে না।