TechJano

পেইপাল ঢুকছে চীনা বাজারে

চীনে ব্যবসা করতে দেশটির স্থানীয় একটি লেনদেন প্রতিষ্ঠানের সিংহভাগ শেয়ার কেনার অনুমতি পেয়েছে পেইপাল। ফলে দেশটির লেনদেন সেবা খাতে প্রথম বিদেশি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করছে পেইপাল– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

চীনে গোপেই ইনফরমেশন টেকনোলজি’র শেয়ার কিনতে যাচ্ছে পেইপাল। দেশটির কেন্দ্রীয় ব্যাংক গোপেই’র ৭০ শতাংশ শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে বলে সোমবার দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে।

চীনা প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, মোবাইল, অনলাইন এবং ক্রস-বর্ডার ইউয়ান লেনদেনের লাইসেন্স রয়েছে গোপেই’র।

শাংহাইয়ের একটি সহায়ক প্রতিষ্ঠানের মাধ্যমে গোপেই অধিগ্রহণ করবে পেইপাল। তবে এর জন্য কোনো আর্থিক চুক্তি প্রকাশ করা হয়নি।

২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে চুক্তি বাস্তবায়ন হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আগের বছরই চীনের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ঘোষণা করা হয়, বিদেশি তৃতীয় পক্ষের ইলেকট্রনিক লেনদেন প্রতিষ্ঠানের কাছে স্থানীয় বাজার উন্মুক্ত করা হবে।

Exit mobile version