পোকো ফোন এফ ১ লাভাররা নিশ্চয় আপডেট খুজছেন? অনেকেই কম দামে ভাল শাওমি ফোন খুঁজছেন। পোকোফোন এফ ২ আসছে। সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ প্রসেসর থাকায় চলতি বছর বাজার মাত করেছিল শাওমির পোকোফোন এফ ১। আগামী বছর বাজারে আনা হবে ডিভাইসটির পরবর্তী সংস্করণ। নাম হতে পারে শাওমি পোকোফোন এফ ২।
প্রতিষ্ঠানটি চুপ থাকলেও গিকবেঞ্চ ওয়েবসাইটে প্রকাশ হয়েছে ডিভাইসটির তথ্য।প্রকাশিত তথ্য জানা যায়, পোকো এফ ২ ফোনে থাকবে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম। প্রসেসর থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫।
যদিও অনেকের ধারণা, স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ব্যবহার করা হতে পারে।গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে পোকোফোন এফ ২ পেয়েছে ২৩২১ স্কোর এবং মাল্টি কোরে পেয়েছে ৭৫৬৪ স্কোর। ডিভাইসটি ৬ ও ৮ গিগাবাইট র্যামের সংস্করণে পাওয়া যাবে।
তবে ইন্টারনাল মেমোরি, ডিসপ্লে কিংবা ডিজাইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।উল্লেখ্য চলতি বছর আগস্টে ভারতে বিক্রি শুরু হয়েছিল পোকোফোন এফ১। ডিভাইসটি প্রথম ৫ মিনিটে বিক্রি থেকে ২০০ কোটি রুপি আয় করেছে শাওমি। ভারতের বাজারে ফোনটি বিক্রি শুরু হয় ই-কমার্স প্লাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে।