ইভেন্ট

পৌষ সংক্রান্তিতে সাকরাইন মেলার আয়োজন করেছে দর্পণ

By Baadshah

January 16, 2019

বাংলাদেশের দেশীয় পণ্যের প্রথম ডিজিটাল মার্কেটপ্লেস দর্পণ, দ্যা ফ্ল্যাগ গার্ল এর সাথে যৌথভাবে ঢাকা শহরের বিভিন্ন বয়সী মহিলাদের জন্য পৌষ সংক্রান্তিতে আয়োজন করে সাকরাইন মেলা ।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে সাকরাইন বা ঘুড়ি উৎসব যা বাংলা পৌষ মাসের শেষ দিন উদযাপন করা হয়।

দর্পণ ও দ্যা ফ্ল্যাগ গার্ল এই বছর ঢাকা শহরের বিভিন্ন বয়সের মহিলাদের জন্য আয়োজন করে সাকরাইন মেলার, যেখানে ছিল ঘুড়ি উৎসব ও দর্পণের দেশী পণ্যের মেলা । এই মেলায় ঢাকা শহরের বিভিন্ন এলাকার ভিন্ন বয়সের ২০০ জন মহিলা উদ্যোক্তা নিজেদের হাতে তৈরী দেশী পণ্য নিয়ে অংশগ্রহন করেন। মেলায় আগত অতিথিরা এসব পণ্যের বিপুল প্রশংসা করেন।