নতুন পন্য

প্যানাসনিকের মজবুত ট্যাবলেট টাফবুক এস১

By Baadshah

December 22, 2021

সম্প্রতি ভারতের বাজারে নতুন ট্যাবলেট উন্মোচন করেছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান প্যানাসনিক। প্যানাসনিক টাফবুক এস১ নামে ডিভাইসটির অন্যতম দুটি বৈশিষ্ট্য হলো এর শক্তিশালী বাহ্যিক গঠন ও বর্ধনযোগ্য ব্যাটারি।

প্যানাসনিক টাফবুক এস১ ট্যাবে ৭ ইঞ্চির ডব্লিউএক্সজিএ আইপিএস এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে, যার রেজল্যুশন ১২০০X৮০০ পিক্সেল। ডিসপ্লের বেজেলগুলো খুবই প্রশস্ত। তবে শক্তিশালী গঠনশৈলীর দিক থেকে প্রশস্ত বেজেল থাকাকে স্বাভাবিক মনে করছেন প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টরা। ট্যাবটি ১ দশমিক ৫ মিটার ওপর থেকে নিচে পড়লেও কোনো ক্ষতি হবে না। প্রতিষ্ঠানটির দাবি ২০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ট্যাবটি ব্যবহার করা যাবে।

নতুন ট্যাবটিতে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইএমএমসি ৫.১ ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। গ্রাফিকস প্রসেসিংয়ের জন্য এতে অ্যাড্রেনো ৫১২ ইউনিটও রয়েছে। ট্যাবটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে। দীর্ঘ ভ্রমণ ও অন্যান্য বাহ্যিক কাজের জন্য ট্যাবটি তৈরি করা হয়েছে।