TechJano

প্রকাশ পাচ্ছে ‘বাংলাদেশে সাইবার অপরাধের প্রবণতা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন

দেশে সাইবার অপরাধ বা প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। ২০ মে রোববার সামাজিক সচেতনতামূলক এই কার্যক্রম চার বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে ‘বাংলাদেশে সাইবার অপরাধের প্রবণতা’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। দেশে কোন ধরনের সাইবার অপরাধ সংঘটিত হচ্ছে, জেন্ডারভিত্তিক ভুক্তভোগীর পরিসংখ্যান, ঘটনার শিকার হয়ে ভুক্তভোগীরা কী করেন? আইনের আশ্রয় নিয়ে সন্তুষ্ট কিনা, অন্যরা কেন আইনের আশ্রয় নেন না, অপরাধ প্রতিরোধে তারা কী মনে করেন, ইত্যাদি প্রশ্নের উত্তর মিলবে এই প্রতিবেদনে।

অনুষ্ঠানের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ইলেক্ট্রনিক সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (যুগ্ম সচিব) আবুল মানসুর মোহাম্মদ সার্ফ উদ্দিন, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সিআইডির সাইবার পুলিশ ব্যুরোর অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ জালাল উদ্দিন ফাহিম, সংগঠনের উপদেষ্টা প্রযুক্তিবিদ একেএম নজরুল হায়দার, উপদেষ্টা ইকরাম কবীর, প্রযুক্তিবিদদের আন্তর্জাতিক সংগঠন ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের (আইসাকা) ঢাকা চ্যাপ্টার সেক্রেটারি মো. মুশফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাশেদা রওনক খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব আবদুল ওয়াহেদ তমাল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সাইবার নিরাপত্তা প্রকৌশলী মো. মেহেদী হাসান প্রমুখ আলোচনায় অংশ নেবেন।

Exit mobile version