জনপ্রিয়

প্রকৃতি ও ফ্যাশনকে ঘিরে স্মার্টফোনপ্রেমীদের জন্য আসছে অপো রেনো১৩ সিরিজ

By Sajia Afrin

February 01, 2025

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অপো, এবার বাংলাদেশের বাজারে ‘রেনো১৩ সিরিজ’ এর উন্মোচনের ঘোষণা দিয়েছে। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণ এর সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে।

প্রজাপতির ডানার মতো করে তৈরি বাটারফ্লাই শ্যাডো এবং লুমিনাস লুপ- এই দুটি ডিজাইনের মাধ্যমে নান্দনিকতা ও আবেগময় ভাব প্রকাশে ‘রেনো১৩ সিরিজ’ নতুন মানদণ্ড স্থাপন করেছে। এবং এতে স্পষ্ট করে প্রতিফলিত হয়েছে, স্টাইল ও ব্যক্তিত্ব কীভাবে প্রযুক্তির সঙ্গে সম্পর্ক গড়তে পারে, সে বিষয়টি।

বাটারফ্লাই শ্যাডো ডিজাইন: প্রকৃতি ও ফ্যাশনের সুনিপুণ মেলবন্ধন- প্রকৃতিতে রূপান্তর বিষয়ক সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলোর একটি হচ্ছে- প্রজাপতি, যেটিকে বাটারফ্লাই শ্যাডো ডিজাইন-এর অনুপ্রেরণা হিসেবে নেওয়া হয়েছে। এটি শুধুমাত্র দেখার মতো সৌন্দর্য-ই নয়, বরঞ্চ এই অলংকরণ প্রকৃতির গভীর অকৃত্রিম নান্দনিকতা, সাহসিকতা ও শহুরে জীবনের গতিময়তা ফুটিয়ে তোলে। এছাড়া- ‘লেজার ডিরেক্ট রাইটিং টেকনিক’ এর মাধ্যমে নিখুঁত এই নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এর ফলে ফোনটি নাড়াচাড়া করলে উড়ন্ত প্রজাপতির মতোই প্রতিবিম্ব পড়বে। তাই বলাই বাহুল্য যে- রেনো১৩ সিরিজ শুধুমাত্র একটি প্রযুক্তি ডিভাইস নয় বরং শিল্পকর্ম।

ফ্যাশন ও প্রযুক্তির নতুন চ্যাপ্টার- বর্তমান দুনিয়াতে ফ্যাশন ও প্রযুক্তি দুটোই খুব দ্রুত বদলাচ্ছে। ডিজাইন, প্রকৃতি ও আবেগের মিশেলে ‘অপো রেনো১৩ সিরিজ’ নির্দ্বিধায় সবার সামনে উপস্থাপন করছে ভিন্ন কিছু। বাটারফ্লাই শ্যাডো এবং লুমিনাস লুপ শুধুমাত্র ফিচার নয়, এগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত আকাঙ্ক্ষার-ই যেন বহিঃপ্রকাশ। রেনো১৩ সিরিজ ব্যক্তিত্বের প্রকাশ ও রূপান্তরের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য্য এবং প্রযুক্তির সক্ষমতাও একইসঙ্গে ফুটিয়ে তোলে। এটির আধুনিক ডিজাইন ও চিরায়ত নান্দনিকতা- চলমান ট্রেন্ড ও ব্যবহারকারীর কাছে একান্ত অর্থপূর্ণ চাহিদা এই দুটোর মাঝে দারুণ ভারসাম্য তৈরি করে।

প্রিমিয়াম ডিজাইন: ক্যামেরা ও ফ্রেমের নিখুঁত মিশেল- রেনো১৩ সিরিজ এর মাধ্যমে স্বকীয় ডিজাইন ভাবনার প্রতি অপোর দায়বদ্ধতা ও কারিগরি দক্ষতার বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। এটির ক্যামেরা মডিউল এবং ব্যাক ফ্রেম নিখুঁতভাবে একইসঙ্গে মিলে যায়, তাই এটি দেখতে দারুণ লাগে ও মোটেই অসমাঞ্জস্যপূর্ণ মনে হয় না। এবং এতে ডিভাইসটি আরো নান্দনিক হয়ে উঠে ও প্রকাশ পায় পরিশীলতা।

প্রযুক্তি ছাড়িয়েও ভিন্ন ফ্যাশন স্টেটমেন্ট- অপো রেনো১৩ সিরিজ শুধুমাত্র একটি সাহসী ফ্যাশনেরই নিদর্শন নয়; প্রযুক্তি এবং প্রকৃতিকে এক করে এটি ব্যবহারকারীদের ভিন্ন অভিজ্ঞতায়ও যুক্ত করতে পেরেছে। এটির নিখুঁত ডিজাইন, বিভিন্ন নস্টালজিক আবেগময় উপাদান, প্রকৃতি অনুপ্রাণিত নান্দনিকতা রেনো১৩’ সিরিজ কে একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যাতে করে ব্যবহারকারীরা ব্যক্তিগত পছন্দের সঙ্গে চারপাশের অর্থপূর্ণ ও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারেন।

লুমিনাস লুপ: আবেগময় ডিজাইনে নতুন মাত্রা- লুমিনাস লুপ হচ্ছে ক্যামেরা মডিউলকে ঘিরে অভিনব সেল্ফ-ইলুমিনেটিং রিং, যা আবেগকেন্দ্রকি ডিজাইন এর চর্চায় রেনো১৩ সিরিজকে নতুন মাত্রায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। এটি শুধুমাত্র দেখার নান্দনিক কোন বিষয়ই নয় বরং ব্যবহারকারী ও ডিভাইসের মধ্যে শক্তিশালী, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিরও একটি উপকরণ। প্রাকৃতিক বায়োলুমিনেসেন্স থেকে অনুপ্রাণিত এই লুমিনাস লুপ রেনো১৩’ সিরিজ কে কেবল মাত্র একটি ফোনের চাইতে নিবিড় বিশেষ কিছু হিসেবেই প্রমাণ করতে পেরেছে; এটি গভীর আবেগময়-ব্যক্তিগত সম্পর্ক ও চিরায়ত স্টাইল এর মিশেলে পরিণত হয়েছে ফ্যাশন স্টেটমেন্ট এ।

বাংলাদেশে শিগগিরই উন্মোচন হতে যাচ্ছে অপো রেনো১৩ সিরিজ এর, যেখানে গ্রাহকদের জন্য অপেক্ষা করছে ফ্যাশন এবং প্রযুক্তির এক অবিশ্বাস্য মেলবন্ধন।

অপো সম্পর্কে:

শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ‘অপো’, ২০০৮ সালে ‘স্মাইলি ফেস’ মোবাইল ফোন এর মাধ্যমে যাত্রা শুরু করে এবং সে থেকে কোম্পানিটি নান্দনিক উৎকর্ষতা ও অভিনব প্রযুক্তির সমন্বয়ে সেরা পণ্যটি গ্রাহকের কাছে পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে অপো ‘দ্য ফাইন্ড’ ও ‘রেনো’ সিরিজে জনপ্রিয় ডিভাইসগুলো সহ বৈচিত্র্যময় বিভিন্ন স্মার্টফোন সরবরাহ করছে। মোবাইল ফোন ছাড়াও অপো ব্যবহারকারীদের ‘কালারস অপারেটিং সিস্টেম’ এবং ইন্টারনেট সার্ভিসেস যেমন- অপো ক্লাউড এবং অপো+ সেবা সরবরাহ করছে। বিশ্বের ৬০টির বেশি দেশ ও অঞ্চলে অপোর ‘ফুটপ্রিন্ট’ রয়েছে এবং প্রতিষ্ঠানটির ৪০ হাজারের বেশি কর্মী বিশ্বজুড়ে ভোক্তাদের জন্য সুন্দর আগামী বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।