জনপ্রিয়

প্রতিমন্ত্রী পলক বলেছেন ইন্টারনেট ব্যবহার করে কেউ বেকার নেই

By Baadshah

February 10, 2020

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ইন্টারনেট ব্যবহার করে সবাই চাকরি করছে, কাজ সৃষ্টি করছে। এখন আর কেউ বেকার থাকছে না।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিশ্বের বৃহত্তম স্টার্টআপ প্রতিযোগিতা ‘স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ’ বাংলাদেশ অঞ্চলের চূড়ান্ত পর্বের গ্র্যান্ড ফাইনালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যারা ইন্টারনেট ব্যবহার করে উদ্যোক্তা হচ্ছে, তাদের সব ধরনের সহযোগিতা করছে সরকার। তিনি বলেন, ২০১৬ সালে যখন প্রথম স্টার্টআপ প্রোগ্রাম শুরু হয়, তখন এর প্রতিযোগী খুবই কম ছিল। কিন্তু এবার আমাদের কাছে ৫ হাজার আবেদন এসেছিল। এর মধ্যে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছেন আট জন।