TechJano

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ওরাকল

২০১৯ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ওরাকল করপোরেশন। জুন-আগস্ট ২০১৮ এই প্রান্তিকে ওরাকলে মোট রাজস্ব অর্জিত হয়েছে ৯.২ বিলিয়ন ইউ এস ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এটা শতকরা এক ভাগ বেশি। শেয়ার প্রতি আয় বেড়েছে শতকরা ১৩ ভাগ ক্লাউড সার্ভিসেস, লাইসেন্স সাপোর্ট প্লাস ক্লাউড লাইসেন্স এবং অন প্রেমিস লাইসেন্স রাজস্ব অর্জিত হয়েছে ৭.৫ বিলিয়ন ইউ এস ডলার যা গত বছরের তুলনায় শতকরা ২ ভাগ বেশি। এর মধ্যে ক্লাউড সার্ভিসেস, লাইসেন্স সাপোর্ট প্লাস ক্লাউড লাইসেন্স থেকে অর্জিত হয়েছে ৬.৬ বিলিয়ন ইউ এস ডলার এবং প্রেমিস লাইসেন্স থেকে অর্জিত হয়েছে ৮৬৭ মিলিয়ন ইউ এস ডলার। এবারের রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ৬৬ মিলিয়ন ইউ এস ডলার বেশি।

ওরাকলের এই অর্জন সম্পর্কে কোম্পানিটি সিইও সাফরা কাটজ বলেন, “আমাদের শুরুটা দারুন হয়েছে। আমরা আশাবাদী এটাকে ধরে রেখে বছর শেষে আমরা ডাবল ডিজিট শেয়ার প্রতি আয় ঘোষণা করতে পারব। ”

Exit mobile version