দেশ

প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎসক কে গুগল স্মরণ করল

By Baadshah

October 15, 2020

আজ ১৫ ই অক্টোবর গুগলের সার্চ পেজে গেলে চোখে পড়বে গুগোল লোগোটির মাঝে একজন নারী চিকিৎসকের ছবি বা প্রতিকৃতি। এই নারীকে হচ্ছে জোহরা বেগম কাজী। আজ ১৫ ই অক্টোবর তার ১০৮ তম জন্মদিন। গুগোল একটি ডুডল তৈরির মাধ্যমে তাঁকে স্মরণ করছে। গুগলের সার্চ পেজে দেখানো ডুডল ক্লিক করলে কাজী জোহরা বেগমের সকল ধরনের অনুসন্ধানের ফলাফল দেখানো হচ্ছে।

বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে গেলে চোখে পড়বে কাজী জোহরা বেগম কে নিয়ে করা ডুডলটি।এই ডুডল টিতে গুগলের অক্ষরগুলোকে সাজানো হয়েছে বিশেষ ভাবে। ডুডল টিতে দেখা যাচ্ছে জোহরা বেগম কাজী গলায় স্টেথোস্কোপ এবং মাথার উপরে গাছের ছায়া।তার গায়ে রয়েছে হলুদ রঙের একটি পোশাক।

বিশেষ দিন কোন ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে গুগল তাদের হোমপেজে এসকল বিশেষ ধরনের লোগো প্রদর্শন করে। এগুলোকে ডুডল বলে। মল সার্চ ইঞ্জিনের প্রদর্শিত লোগোটির নিচে থাকে সার্চ বার। এখানে জোহরা কাজী সংক্রান্ত অনেক তথ্য পাওয়া যাবে।

এর আগেও গুগলে বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রখ্যাত স্থপতি এফ আর খান হুমায়ূন আহমেদের জন্মদিন সহ বেশ কিছু উল্লেখ করার মতো ডুডল প্রকাশ করেছে গুগল।