ফিচার

প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার অমঙ্গলজনক

By Baadshah

April 06, 2018

বর্তমান বিশ্বটাকে আমরা প্রযুক্তি নির্ভর বিশ্ব বলছি। তাই এই বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রযুক্তির নিরলস ব্যবহারের কোনো বিকল্প নেই। কিন্তু সর্বত্র প্রযুক্তির অসদ্ব্য ব্যবহারগুলো হাতছানি দিচ্ছে। সৃষ্টি হচ্ছে নানা রকম সামাজিক জটিলতা। এক্ষেত্রে সঠিক প্রযুক্তির সদ্ব্যবহারের মাধ্যমে জটিল সব সামাজিক সমস্যাকে অনায়াসেই দূর করা সম্ভব। বলা হয়ে থাকে, প্রযুক্তিকে ঠিকমতো কাজে লাগাতে পারলে দারিদ্র্য থেকে শুরু করে এইডসের মত কঠিন ও জটিল সব কিছুই সমাধান করা যায়। কিন্তু সময়ের সাথে সাথে তরুণ প্রজন্ম ঝুঁকে পড়ছে স্মার্টফোন কিংবা কম্পিউটারের দিকে। এগুলো ব্যবহারের সঠিক উদ্দেশ্য ভূলে নিজেদের বিপদগামী করছে তারা। তাই কম্পিউটার কিংবা স্মার্টফোনের স্ক্রিনে শিশু-কিশোরদের ডুবে যাওয়াটা অভিভাবকদের জন্য দিন দিন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুধু কি তাই, শিশু কিশোরদের অতিমাত্রায় স্মার্টফোনের স্ক্রিনে ডুবে থাকার অভ্যাসটা তাদের স্বাস্থ্যের জন্যও হুমকি হিসেবে দেখা দিতে পারে। কিন্তু তাদের এ বদ অভ্যাস ত্যাগ করানোর দায়িত্ব কে নিবে? অবশ্যই অভিভাবকদের নিতে হবে। অভিভাবকদেরই ঠিক করে দিতে হবে- ঠিক কতটা সময় সন্তানরা সোশ্যাল মিডিয়া কিংবা স্মার্টফোনের মত ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করতে পারবে। এর জন্য অভিভাবকদের সচেতন করতে হবে।

দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষ কখনো উপকৃত হচ্ছেন আবার কখনো হতাশা বাড়ার মতো বড় ধরনের ক্ষতির মুখেও পড়ছেন। তবে এই জন্য ঢালাওভাবে বলা ঠিক হবে না যে, প্রযুক্তি ব্যবহার করাটা ক্ষতিকর। তাই ডিজিটাল মাধ্যমে শিশু-কিশোরদের কতটা সময় বিচরণ করাটা নিরাপদ সেই প্রশ্নটি এখন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। ২০১৭ সালে যুক্তরাজ্যের ১৫ বছর বয়সী এক লাখ বিশ হাজার শিশুর ওপর ইউনিসেফ একটি জরিপ করে। সেই জরিপের ফলাফলে দেখা যায়, যেসব ব্যবহারকারীরা কম মাত্রায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে, তাদের প্রধান উদ্দেশ্য ছিল বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করা। অন্যদিকে যারা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটিয়েছে তারা বন্ধুদের সাথে যোগাযোগের পরিবর্তে অন্য বিষয়ে বেশি মনোযোগ দিতো। যারা প্রতিদিন গড়ে দুই ঘণ্টার বেশি এবং ছুটির দিনে চার ঘণ্টার বেশি সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়, তারা বন্ধুদের সাথে যোগাযোগ রাখার পরিবর্তে অন্যান্য বিষয়ে আগ্রহী থাকে। এসব তথ্য থেকে দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এক শতাংশেরও কম শিশু উপকৃত হয়। ইউনিসেফের এই গবেষণায় এও বলা হয়েছে যে, কখনো কখনো শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে ডিজিটাল যন্ত্রপাতি। সবদিক বিবেচনা করে অভিভাবকদেরই সিদ্ধান্ত নিতে হবে সন্তানরা কীভাবে এবং কতটুকু সময় ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করবে। এ বিষেয়ে সকলের দৃষ্টি আকর্ষণ কাম্য।

লেখক: মোহাম্মদ অংকন, শিক্ষাথী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), ঢাকা।