করপোরেট

প্রশাসকের ওপর হামলার নিন্দা জানিয়েছে নগদ

By Sajia Afrin

February 15, 2025

দুষ্কৃতকারীদের দ্বারা নগদ প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর শারীরিকভাবে আক্রমণ এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

এই আক্রমণের বিষয়ে নগদের তরফ থেকে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আক্রমনকারীদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নগদের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

গত ১২ ফেব্রুয়ারি (বুধবার) বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুবৃত্ত নগদ প্রশাসকের গাড়ির ওপর হামলা চালায়।

এ সময় কয়েকজন যুবক তার গাড়ির পথরোধ করে এবং তাকে গালমন্দ করতে থাকে। এরপর তারা প্রশাসকের গাড়ির কাঁচ হাতুড়ি দিয়ে ভাঙচুর করে। সে সময় প্রশাসকের গাড়ির চালক আহত হন।

মুহম্মদ বদিউজ্জামান দিদার নগদের প্রশাসকের দায়িত্ব পালন করার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে কর্মরত আছেন।