করপোরেট

প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো লায়ন কল্লোল লিমিটেড

By Sajia Afrin

December 25, 2024

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে অ্যাডভান্সড স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান লায়ন কল্লোল লিমিটেড। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এ চুক্তি সই করে প্রতিষ্ঠান দুটি।

চুক্তি অনুযায়ী, লায়ন কল্লোল লিমিটেড-এর সকল কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে লায়ন কল্লোল লিমিটেড -এর কর্মীরা ক্রেডিট কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

এছাড়াও প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক স্বয়ংক্রিয় বেতন বণ্টন ও করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং লায়ন কল্লোল লিমিটেড-এর ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জিয়া উদ্দিন বাবলু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র এসইভিপি ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন মো. আসিফ বিন ইদ্রিস; ইভিপি ও হেড অব উইমেন ব্যাংকিং অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন; হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।