TechJano

প্রাভা হেলথের আয়োজনে রোবটিক প্রযুক্তির সেমিনার

চিকিৎসাক্ষেত্রে রোবটিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বিশেষ করে অস্ত্রোপচারে প্রচলিত পদ্ধতির তুলনায় ক্রমে দক্ষ হয়ে উঠছে রোবট। কৃত্রিম হার্ট ট্রান্সপ্লান্ট ও গ্যাস্ট্রো রোবটিক সার্জারি প্রযুক্তি নিয়ে সম্প্রতি প্রাভা হেলথের এক সেমিনারে এ তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা। এতে অংশ নেন ভারতের বেঙ্গালুরুর নারায়না স্বাস্থ্য বিভাগের কার্ডিওথোরাসিক সার্জন বরুণ শেঠি ও আশ্বিন কুমার কুদারি। সেমিনারে বিশেষজ্ঞরা হার্ট ট্রান্সপ্লান্ট ও কৃত্রিম হার্টের বিষয়বস্তু তুলে ধরেন।
বিশেষজ্ঞরা বলেন, এখনকার রোবটিক প্রযুক্তিতে রোবটের অনেকগুলো বাহু থাকে। একেকটি বাহু একেক রকম কাজ করে। রোবটিক প্রযুক্তি ব্যবহারে অস্ত্রোপচার করা হলে কাটাছেঁড়া ও রক্তক্ষরণ কম হয়। এ ছাড়া রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। তবে এ ধরনের প্রযুক্তি এখনো স্বয়ংসম্পূর্ণ নয়।

Exit mobile version