ইভেন্ট

প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত

By Baadshah

August 15, 2018

বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আজ ১৫ আগস্ট, ২০১৮ জাতীয় শোক দিবস উদযাপিত হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকীর মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা ডাঃ এইচ. বি. এম. ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, গভর্নিং বডি, বনানী বিদ্যা নিকেতন ও কাউন্সিলর, বীর মুক্তিযোদ্বা জনাব, মোঃ মফিজুর রহমান এবং বনানী বিদ্যা নিকেতনের গভর্ণিং বডি’র সম্মানিত সদস্যবৃন্দ।

শোক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা ডাঃ এইচ. বি. এম. ইকবাল।

উক্ত মাহফিলে সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অবঃ) জনাব এ বি এম আসাদুজ্জামান, পিএসসি।