স্যামসাং, অ্যাপল, হুয়াওয়ে, অপো আর শাওমির মধ্যে তীব্র লড়াই। স্মার্টফোনের দুনিয়ায় প্রতিযোগিতা বেড়েই চলেছে। উদ্ভাবনী প্রযুক্তি আর ফিচারে কে কাকে ছাড়িয়ে যাবে, সে প্রচেষ্টাও লক্ষ করা যাচ্ছে। এরই মধ্যে চীনা স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান অপো বলছে, ৫জি সুবিধার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে তারা। এর নাম ‘ফাইন্ড এক্স’। অপো ফাইন্ড এক্স ওয়েবসাইট চালু হয়েছে বলে জানিয়েছে গিজমো চায়না।
প্রায় চার বছর বিরতি দিয়ে ফাইন্ড সিরিজে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে চীনা প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েবুতে অপো কর্তৃপক্ষ নতুন স্মার্টফোনটির তথ্য নিশ্চিত করেছে।
প্রযুক্তিবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে অপো ফাইন্ড এক্সের ছবি প্রকাশিত হয়। অ্যান্ড্রয়েড অথরিটির তথ্য অনুযায়ী, নতুন স্মার্টফোনটিতে নচ ডিসপ্লে এবং পেছনে তিন লেন্সের ক্যামেরা থাকবে। এতে ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা ও ফেস আনলক সুবিধাও থাকবে। এ ছাড়া ১৫ মিনিটে চার্জ সুবিধা, ফাইভ এক্স লস-লেস অপটিক্যাল জুম সুবিধা যুক্ত।
এ ছাড়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে আধুনিক আরও সুবিধা আসবে এতে। অবশ্য এর দাম বা ফিচার নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি অপো কর্তৃপক্ষ। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকস সম্প্রতি স্মার্টফোনের বাজারসংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে চীনা স্মার্টফোন নির্মাতা অপো নেমে গেছে স্মার্টফোনের তালিকার ৫ নম্বরে। এ বছরের প্রথম প্রান্তিকে ২ কোটি ৪১ লাখ ইউনিট স্মার্টফোন এনেছে প্রতিষ্ঠানটি। বাজার দখলের হিসাবে গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে কিছুটা পিছিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের প্রথম প্রান্তিকে অপোর দখলে ছিল বাজারের ৭ দশমিক ৮ শতাংশ, যা এ বছরে ৭ শতাংশে নেমে এসেছে।