অনলাইন কোর্স

ফাইভার কি ও কীভাবে ফাইভারে কাজ পাব?

By Baadshah

May 07, 2022

ফাইভার ফ্রিল্যান্সারদের তৈরি করা গিগ বা সেবা প্যাকেজ আকারে বিক্রির সুযোগ করে দেয়।

আপওয়ার্কের মতোই এটাও মার্কেটপ্লেস। তবে আপওয়ার্কে ক্লায়েন্টরা এসে জব পোস্ট করে এবং ফ্রিল্যান্সাররা বিড করে কাজটি পাওয়ার চেষ্টা করেন।

ফাইভারের ক্ষেত্রে বিষয়টা হয় ঠিক উল্টো।

মার্কেটপ্লেসটিতে ফ্রিল্যান্সাররা তাঁদের তৈরি বিভিন্ন লোগো বা ডিজাইন প্রদর্শনের পাশাপাশি নির্দিষ্ট ডিজাইনের লোগো তৈরির জন্য বা তাদের দক্ষতা অনুযায়ী কাজের জন্য কত ডলার খরচ হবে, তা উল্লেখ করে দেয়।

ফলে কোনো বায়ারের লোগো দরকার হলে তিনি ফ্রিল্যান্সারদের সার্ভিস প্যাকেজগুলো (গিগ) দেখার পর নির্দিষ্ট গিগ কিনলেই ফ্রিল্যান্সারের কাছে কাজের অর্ডার চলে যাবে।

তখন গিগটির নির্মাতা ফ্রিল্যান্সার ক্লায়েন্টের পাঠানো নির্দিষ্ট নকশার লোগো তৈরির কাজ বিশ্লেষণ করে বা সরাসরি কথা বলে লোগো তৈরি বা দক্ষতা অনুযায়ী করে দেবে।

নির্দিষ্ট সময়ে বায়ারদের চাহিদামতো লোগো জমা দিলেই অর্থ পাবেন ফ্রিল্যান্সারা।

ফলে আপওয়ার্কের মতো কাজ পাওয়ার জন্য বিড করতে হবে না। সুন্দর ও ভালো রেটিং পাওয়া গিগগুলো ফাইভার নিজেই বায়ারদের ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে।

ফলে সুন্দর করে গিগ তৈরি করতে পারলে ফাইভারে ভালোভাবে নিজের অবস্থান তৈরি করা সম্ভব।

এ জন্য দরকার হবে আগে ভালো করে দক্ষতা অর্জন করে গিগ তৈরি করে প্রমোট করা।