মোবাইল ফোন

ফিরছে ‘পাম’ ফোন

By Baadshah

April 03, 2018

মোবাইল ফোন নির্মাতারা তাদের পুরোনো জনপ্রিয় ব্র্যান্ডগুলো বাজারে ফিরিয়ে আনতে আগ্রহ দেখাচ্ছে। গত বছরে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নকিয়া ৩৩১০ মডেলটি বাজারে ফিরিয়ে এনেছে। এবারে স্মার্টফোন নির্মাতা টিসিএল এক সময়ের জনপ্রিয় ‘পাম’ ব্রান্ডটিকে বাজারে ফেরাতে চাইছে। ২০১৫ সালে পাম ব্র্যান্ডটিকে কিনে নেয় টিসিএল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের তথ্য অনুযায়ী, পাম ব্র্যান্ডের নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে টিসিএল। চলতি বছরে দ্বিতীয়ার্ধে এ স্মার্টফোন বাজারে আসতে পারে। গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে এ ফোনগুলো। কারণ, পামের ওয়েবওএসটির মালিকানা এখন এলজির কাছে। এলজির টিভিতে এখন এই অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে। পামের পুরোনো মোবাইল অপারেটিং সিস্টেমটিতে আগ্রহ নেই টিসিএলের।

৯০ এর দশক জুড়ে ২০০০ সালের শুরু পর্যন্ত জনপ্রিয় ফোন ছিল পাম। এর ব্যক্তিগত ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের কারণে ব্যাপক আলোচনায় এসেছিল। তবে আইফোন ও অন্যান্য টাচস্ক্রিন মোবাইল বাজারে চলে আসায় পাম ফোন ক্রেতাদের আকর্ষণ ধরে রাখতে পারেনি। ২০০৯ সালে ‘প্রি’ মডেলের ফোন দিয়ে আইফোনের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু বাজারে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি পাম ফোন। ২০১০ সালে এইচপি এক হাজার ২০০ কোটি মার্কিন ডলারে পামকে কিনে নেয়। এক বছর পরেই ওয়েবওএস চালিত স্মার্টফোন তৈরি বন্ধ করে দেয় এইচপি। ২০১৩ সালে ওয়েবওএস কিনে নেয় এলজি।

বাজার বিশ্লেষকেরা বলছেন, বর্তমান ট্রেন্ড অনুযায়ী, নকিয়া যেভাবে পুরোনো মডেল সামনে এনে বাজারে আগ্রহ তৈরি করেছে পামের ক্ষেত্রেও সেভাবে সফলতা আসতে পারে।